সব কিছু নিয়েই রাজনীতি করছেন! ফের সিবিআইকে তোপ হাইকোর্টের
বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের সিবিআইয়ের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, সমস্ত কিছুতে রাজনীতিকরণ করা হচ্ছে।’
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রায় ৭ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এরপর রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী ২০২২ সালে সিবিআইয়ের কাছে সেই অভিযোগ জানায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। অভিযোগ জানানোর পর দু’বছর কেটে গেলও কোনও পদক্ষেপ করেনি তারা। যে কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। তাদের অভিযোগ ছিল, ওই আর্থিক প্রতারণায় ব্যাঙ্কের কর্মীরাও যুক্ত থাকতে পারেন। বুধবার বিচারপতি ঘোষের এজলাসে এই মামলার শুনানিতে সিবিআইয়ের তরফে দাবি করা হয়, সিবিআই তদন্তের ক্ষেত্রে রাজ্যের সম্মতির প্রয়োজন। ২০১৮ সাল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। তাই রাজ্যের অনুমোদন দরকার। সিবিআইয়ের এই বক্তব্য শুনে বিচারপতি ঘোষের মন্তব্য, ‘সিবিআইয়ের এই অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। যেখানে ব্যাঙ্ক বলছে নিজেদের কর্মীরা যুক্ত থাকতে পারে, সেখানে রাজ্য অনুমতি দেবে না, এটা বিশ্বাসযোগ্য নয়।’ বিচারপতির সংযোজন ‘সিবিআই এই মামলায় তদন্ত করতে চায় না বলে এই ধরনের কৌশল গ্রহণ করছে। সিবিআই যে মামলায় মনে করবে, সেটা তদন্ত করবে, আর যে মামলায় ইচ্ছা করবে না সেই মামলার তদন্তভার গ্রহণ করবে না, এটা হতে পারে না। সমস্ত মামলার তদন্ত করছেন আর এই মামলায় বলছেন যে রাজ্যের অনুমোদন প্রয়োজন?’ এরপরই বিচারপতি বলেন, ‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সমস্ত কিছুর রাজনীতিকরণ করা হচ্ছে। তারা এই মামলা এড়িয়ে যেতে চাইছে, কারণ তাদের উপর অনেক চাপ রয়েছে।’ এরপরই বিচারপতি নির্দেশে জানান, এই মামলায় সিবিআই কোনও প্রাথমিক অনুসন্ধান করে থাকলে তার রিপোর্ট পেশ করতে হবে।