পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বাড়িতে ঢুকে নাবালিকার শোয়ার ঘরে গিয়ে তাকে ওই কিশোর ধর্ষণ করেছে বলে অভিযোগ। ‘নির্যাতিতা’র পরিবার পুলিশকে জানিয়েছে, মেয়ের মুখ চেপে ধরেছিল ওই কিশোর। কোনও ক্রমে হাত ছাড়িয়ে চিৎকার করতে শুরু করে। সেই চিৎকার শুনে কিশোরীর দাদু ছুটে গিয়েছিলেন। সেই সময় তাঁকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এর পর মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
পুলিশ সূত্রেই জানা গিয়েছে, ‘নির্যাতিতা’ ও অভিযুক্তের বাড়ি পাশাপাশি দু’টি পঞ্চায়েত এলাকায়। মাস কয়েক আগে তাদের পরিচয় হয় সমাজমাধ্যমে। সেখান থেকে বন্ধুত্ব। তার পরেই এই অভিযোগ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা রুজু হয়েছে।
তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তদন্ত চলছে।’’