• রিলস বানাতে গিয়ে নাগরদোলা থেকে পড়ে গুরুতর জখম দুই, চাঞ্চল্য বারুইপুরে
    বর্তমান | ১২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বারুইপুর: সোশ্যাল মিডিয়াতে আপডেট দেওয়াটাই বর্তমান প্রজন্মের কাছে এখন ‘ট্রেন্ডিং’ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তা সে কোথাও ঘুরতে যাওয়াই হোক কিংবা খাওয়া-দাওয়ার আপডেট। সবটাই মুহূর্তে স্যোশাল করাটাই এখন দস্তুর। এর নবতম সংযোজন হল রিলস বানানো। আর সেই সব করতে গিয়েই ঘটছে নানান দুর্ঘটনা। গতকাল বুধবার রাতে তেমনই এক বড়সড় দুর্ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মিলন মেলায়। নাগরদোলায় উঠে রিলস বানানো ও এক মহিলার সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন এক  কিশোরী। তখনই কোনওভাবে নাগরদোলার সিটের সামনের রডটি খুলে যায়। তার জেরে নাগরদোলাটি উপর থেকে নীচে নামার সময়েই তাঁরা পড়ে যান মাটিতে। এমনটাই জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। যদিও এই দুর্ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন তারা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিস। জখমদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে পুলিস। প্রসঙ্গত, বারুইপুরের নিউ ইণ্ডিয়ান মাঠে একমাসব্যাপী চলছে মিলন মেলা। প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অংসখ্য মানুষ। রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ। এতদিন সুষ্ঠুভাবেই চলছিল মেলা। কিন্তু গতকাল, বুধবার রাতে এই বিপত্তি ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (বর্তমান)