গত ১৩ অক্টোবর ফরাক্কায় ঘটে নৃশংস ঘটনা। বালিকাকে ধর্ষণ, খুন ও অপহরণের ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু হয়। ঘটনার ৫৯ দিনের মাথায় বিচারে দোষী সাব্যস্ত দুই আসামী দীনবন্ধু হালদার ও শুভজিত হালদার। মধ্যবয়স্ক এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় শিশুকন্যার বস্তাবন্দি দেহ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়।
পরে নিহত নাবালিকার পরিবারের ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মামলায় পকসো ধারা যুক্ত করে পুলিস। নিহত নাবালিকার মা অভিযোগ করে যে, তাঁদের নাবালিকা কন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। নির্যাতিতা নাবালিকার মা অভিযোগ করেন, লোভ দেখিয়ে তাঁর ১২ বছরের নাবালিকা মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। তারপর তাকে ধর্ষণ করে। ধর্ষণের পরে খুন করে দেহ লোপাটের উদ্দেশে বস্তাবন্দি করে।
উল্লেখ্য, জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ৬৩ দিনের মধ্যে রায় দান করে নিম্ন আদালত। সেখানেও অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে বারুইপুর আদালত। ফাঁসির সাজা শোনায় আদালত।