• ফের অ্যাকশনে ইডি, আচমকাই রিষড়ার আবাসনে হানা
    প্রতিদিন | ১২ ডিসেম্বর ২০২৪
  • সুমন করাতি, হুগলি: ফের অ্যাকশনে ইডি। বৃহস্পতিবার সাতসকালে রিষড়ার এক আবাসনে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে কী উদ্দেশে এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়।

    এদিন সকালে রিষড়া এনএস রোডের বিদ্যা অ্যাপার্টমেন্টে একটি আবাসনে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুটি গাড়ি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর ৬ জওয়ানকে নিয়ে হানা দেয় আবাসনে। আবাসন ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায় ওই অ্যাপার্টমেন্টের চারতলায় একটি ফ্ল্যাটে তল্লাশি চালাতে ঢোকে আধিকারিকরা। জানা গিয়েছে, ওই ফ্ল্যাটটি যুগল মাথিয়া নামে এক ব্যক্তির। তিনি পরিবার নিয়ে সেখানে থাকেন।

    তবে কী উদ্দেশে এই অভিযান তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীদের তরফেও কোনও তথ্য় দেওয়া হয়নি। সকাল ১১টা নাগাদ তল্লাশি শুরু হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, তল্লাশি এখনও চলছে। উল্লেখ্য, একাধিক মামলায় রাজ্যে সক্রিয় ইডি। নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার, কয়লা কাণ্ড থেকে রেশন দুর্নীতি, সব মামলারই তদন্ত করছে ইডি। রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালাচ্ছে তারা। এদিন এর মধ্যেই কোনও দুর্নীতির হদিশ পেতে ইডি অভিযান চালাল কি না, তা এখনও স্পষ্ট নয়। 
  • Link to this news (প্রতিদিন)