• রিলসের নেশা সর্বনাশা! নাগরদোলায় শুট করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে দুই মহিলা
    প্রতিদিন | ১২ ডিসেম্বর ২০২৪
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: নাগরদোলায় উঠে রিলস বানানোর সময় ঘটল মারাত্মক দুর্ঘটনা। নাগরদোলার আসনের সামনের রড খুলে উপর থেকে নিচে পড়ে গেলেন দুজন। গুরুতর জখম হয়ে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।

    বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে মিলনমেলা নামে একটি মেলা চলছে। বুধবার সন্ধ্যায় লক্ষ্মী দাস নামে এক মহিলা অন্যান্যদের সঙ্গে সেই মেলায় গিয়েছিলেন। মেলায় বড় নাগরদোলায় চড়ার জন্য উৎসাহী মানুষদের ভিড়ও ছিল লক্ষ্যণীয়। লাইনে দাঁড়িয়ে লক্ষ্মী দাস ও তাঁর প্রতিবেশী এক কিশোরী ওই নাগরদোলায় উঠেছিলেন। নাগরদোলা চলতে শুরু করলেই ওই মহিলা ও কিশোরী মোবাইল ফোন বার করে রিলস বানাতে শুরু করেন। তাঁদের আসন উপরে ওঠার পরেই ঘটে দুর্ঘটনা।

    রিলস বানানোয় মগ্ন ছিলেন দুজন। সেই সময় নাগরদোলায় তাঁদের আসনটি উপর থেকে নিচে নামতে শুরু করে। তখনই তাঁদের আসনের সামনের রডটি খুলে যায়। অসতর্কভাবে থাকা ওই মহিলা উপর থেকে পড়ে যান। তাঁর সঙ্গে থাকা কিশোরীও উপর থেকে নিচে পড়েন। ঘটনায় দুজনেই গুরুতর জখম হন। আকস্মিক এই দুর্ঘটনায় আশপাশে হইচই পড়ে যায়। গুরুতর জখম ওই দুজনকে উদ্ধার করে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শরীরে একাধিক আঘাত লেগেছে। পরে তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর। বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। মেলায় কোথাও কোনও নিরাপত্তার ফাঁক রয়েছে কি না, সেইসব তদন্ত করে দেখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)