• শীতের শহরে শুরু অভিনব আন্তঃস্কুল প্রতিযোগিতা, আয়োজনে টেকনো ইন্ডিয়া
    প্রতিদিন | ১২ ডিসেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে টেকনো ইন্ডিয়া আয়োজিত অলিম্পিকা নাইটস। এটি চতুর্থ সংস্করণ। ৬ দিন ধরে চলবে এই অলিম্পিকা নাইটস। ১৬ ডিসেম্বর প্রতিযোগিতার শেষ দিন। বাংলার ১০৫টিরও বেশি স্কুল থেকে ১৭০০-রও বেশি প্রতিযোগী অংশ নিচ্ছে এতে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এতে অংশ নেবে।

    তরুণ অ্যাথলিটদের উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন। তিরন্দাজি, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ডিসকাস থ্রো, ফুটবল, ফ্রিস্টাইল সুইমিং, ফ্রিস্টাইল রিলে সুইমিং, কাবাডি, লং জাম্প, রিলে রেস, টেবিল টেনিস, ভলিবলের মতো প্রতিযোগিতা থাকছে অলিম্পিকা নাইটসে। প্রতিযোগিতা চলবে শহরের বিভিন্ন প্রান্তে। টেকনো ইন্ডিয়া লেক ক্যাম্পাস, স্পোর্টস অথোরিটি অফ ইন্ডি, কলকাতা, স্পাডি ব্যাডমিন্টন অ্যাকাডেমি, এইচএ ব্লক টেবিল টেনিস অ্যাকাডেমি ও সুভাষ সরোবরের সুইমিং পুলে।

    প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অন্যবারের মতোই স্কুলগুলিকে কোনও অর্থ দিতে হবে না। পদকের হিসেবে সেরা তিনটি দল পুরস্কৃত হবে। দেওয়া হবে আর্থিক পুরস্কার। প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে ৩০ হাজার ও ২০ হাজার টাকা। এছাড়া চতুর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে ৫ হাজার টাকা।
  • Link to this news (প্রতিদিন)