ফরাক্কায় শিশুকন্যাকে ধর্ষণ-খুন, ২ অভিযুক্তকে ৬০ দিনের মধ্যে দোষী সাব্যস্ত করল আদালত
আজ তক | ১৩ ডিসেম্বর ২০২৪
ফরাক্কায় শিশুকন্যাকে ধর্ষণ-খুনের ঘটনায় ২ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। ৬০ দিনের মাথায় ২ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হল। অক্টোবরে দুর্গাপুজোয় দাদুর বাড়ি বেড়াতে গিয়ে ন'বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতন করে খুন করা হয়। আজ, বৃহস্পতিবার চার্জশিটের গণধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত দুই দোষী দীনবন্ধু হালদার ও শুভ হালদারের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর মহকুমা আদালত।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ফারাক্কায় দাদুর বাড়ির সামনে খেলার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ন'বছরের এক নাবালিকা। প্রায় তিন ঘণ্টা বাদে প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় তার বস্তাবন্দী মৃতদেহ। নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা দীনবন্ধু হালদারকে ব্যাপক মারধর করেন। হাসপাতালে দু'দিন চিকিৎসাধীন থাকার পর ফরাক্কা থানার পুলিশ দীনবন্ধু হালদারকে খুন, তথ্যপ্রমাণ লোপাট এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় অভিযুক্ত করে গ্রেফতার করে। ধৃতদের জঙ্গিপুর আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়ের এজলাসে দোষী সাব্যস্ত করা হয়। আগামিকাল, শুক্রবার অভিযুক্তদের সাজা ঘোষণা করবে জঙ্গিপুর আদালত।
দীনবন্ধুকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে নাবালিকা খুনের ঘটনায় শুভ হালদার নামে আরও এক যুবক জড়িত রয়েছে। ১৯ অক্টোবর পুলিশ শুভ হালদারকে বাড়ি থেকে গ্রেফতার করে। ধৃত শুভের বিরুদ্ধেও একই ধারায় মামলা রুজু করে পুলিশ। নাবালিকাকে খুন ও তার উপর যৌন নির্যাতন চালাতে দীনবন্ধুকে শুভ সাহায্য করেছিল বলে অভিযোগ। শিশু কন্যা নির্যাতন খুন কাণ্ডে এক পর্যায়ে আন্দোলন বিক্ষোভে উত্তাল হয় ফারাক্কা। এই খুনের মামলায় যুক্ত দুই অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে চার্জশিট পেশ করা হয় ফারাক্কা থানার পুলিশের পক্ষ থেকে।