• সীমান্ত পেরিয়ে কালিয়াগঞ্জে আটক দুই বৃদ্ধা, শোনালেন বাংলাদেশের ‘ভয়াবহ’ অভিজ্ঞতা
    এই সময় | ১২ ডিসেম্বর ২০২৪
  • ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে কাঁটা তার পেরিয়ে অনুপ্রবেশের কারণে উত্তর দিনাজপুরে বিএসএফের হাতে আটক দুই বৃদ্ধা। ধৃতদের নাম আধো বর্মন (৮০) ও কাঞ্জু বালা (৭৪)। বৃহস্পতিবার দুই বৃদ্ধাকে আটক করে কালিয়াগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

    জানা গিয়েছে, আধো বর্মনের বাড়ি বাংলাদেশের পীরগঞ্জ এলাকায় এবং কাঞ্জু বালার বাড়ি বাংলাদেশের দিনাজপুর এলাকায়। বুধবার তাঁদের রাধিকাপুর ভারত-বাংলাদেশ সীমান্তে আটক করে বিএসএফ।

    ধৃত বৃদ্ধা আধো বর্মনের ছেলে সুরেন্দ্র বর্মন ১৯৯৯ সালে ভারতে চলে আসেন। হেমতাবাদ এলাকার ভরতপুরের মিঠাবাড়ি এলাকায় তাঁর বাড়ি। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি দেখে এবং ক্রমাগত হুমকির ঘটনায় নিজের মাকে এ দেশে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক আধো বর্মন রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে কর্তব্যরত বিএসএফের হাতে ধরা পড়ে যান।

    ছেলে সুরেন্দ্র বর্মন বলেন, ‘আমার মা আর ক’দিনই বা বাঁচবেন? যে কয়েকদিন বাঁচবেন, সে ক’দিন আমার কাছেই থাকুক। কারণ বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘুদের উপরে যে ভাবে অত্যাচার চলছে, তাতে আমরা খুবই আতঙ্কে ছিলাম। ও পারে সব ঠিক কবে হবে জানি না।’

    কাঞ্জু বালা বলেন, ‘ওখানে খুব অত্যাচার করছে। বাড়ি-ঘর ভেঙে দিয়েছে। থাকার জায়গা নেই। তাই এ দেশে চলে এসেছি। এখানে মেয়ের বাড়ি আছে আমার।’ সরকারি আইনজীবী নিলাদ্রী সরকার জানিয়েছেন, অনুপ্রবেশের দায়ে দুই বৃদ্ধাকে আদালতে পেশ করে কালিয়াগঞ্জ থানার পুলিশ। দু’জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
  • Link to this news (এই সময়)