বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ ওঠার পরেই দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এর মধ্যেই ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারত থেকে খাদ্যশস্য আমদানি বন্ধ করেনি বাংলাদেশ। বাংলাদেশের বিএনপি দলের একাধিক নেতৃত্ব ‘বিদ্বষমূলক’ মন্তব্য করলেও আমদানি চলছে সমান তালে। তালিকায় রয়েছে পেঁয়াজ, আদা, রসুন থেকে চাল সব কিছুই।
কাস্টমস সূত্রে খবর, চলতি সপ্তাহে ৭৫ টন পেঁয়াজ ফুলবাড়ি হয়ে বাংলাদেশ গিয়েছে। প্রায় ৮০০ টন চাল গিয়েছে ও পারে। তার মধ্যে ১৫টি ট্রাক কাগজপত্র ঠিকঠাক করে বুধবার বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। এর বাইরে রয়েছে আদা, রসুনও। ফুলবাড়ি এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেকের বক্তব্য, ‘ভারতীয় ট্রাক বোল্ডার নিয়ে বাংলাদেশে যাচ্ছে না। তবে ভুটানের ট্রাক ফুলবাড়ি হয়ে বাংলাদেশে যাচ্ছে। তবে সেটা সংখ্যায় কিছুটা কমেছে।’
ভারত থেকে চাল, পেঁয়াজ নিয়ে যে ট্রাকগুলি বাংলাদেশে প্রবেশ করছে, সেগুলি বাংলাবান্ধা সীমান্তে খাদ্যসামগ্রী খালি করে ফিরে আসছে। অন্যদিকে, বাংলাদেশ থেকে পাট বোঝাই করা ২২টি ট্রাক ফুলবাড়ি সীমান্ত হয়ে এই সপ্তাহে ভারতে এসেছে। ভারতীয় চালক এমডি নূর হাসানের বক্তব্য, ‘আমরা লরি নিয়ে গেলে আতঙ্কে থাকি। পরিজনেরা বারবার খোঁজ করতে থাকে ফিরলাম কি না।’
অন্যদিকে, বাংলাদেশের অস্বস্তিকর পরিস্থিতিতে ২০ তারিখ উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রানিডাঙায় এসএসবির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে আসবেন তিনি। ওই দিন সীমান্ত নিয়ে নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। যদিও এসএসবির শিলিগুড়ি ফ্রন্টায়ারের আইজি সুধীর কুমারের বক্তব্য, 'আমাদের প্রতিষ্ঠা দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন এটা আমরা জানি। এর বাইরে কোনও কর্মসূচি এখন নেই।’