• এখনও প্রভাবশালী জ্যোতিপ্রিয়, আদালতে দাবি ইডির আইনজীবীর
    এই সময় | ১২ ডিসেম্বর ২০২৪
  • এই সময়: কেউ কিং হন, কেউ কিং–মেকার। রাজা না হলেও রাজা তৈরি করার ক্ষমতা রয়েছে তাঁর, রেশন দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (বালু) হলেন এমনই একজন। ফলে তিনি জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে। বুধবার আদালতে এমনই দাবি করল ইডি।

    এদিন রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয়র জামিনের আবেদনের শুনানি ছিল বিশেষ ইডি আদালতে। শুরুতেই ইডির আইনজীবী বালুকে প্রভাবশালী বলে দাবি করেন।

    বালুর আইনজীবী পাল্টা বলেন, ‘উনি বহুদিন রাজ্যের মন্ত্রী নন। তাহলে কী করে উনি প্রভাবশালী? যে কোনও শর্তে আমার মক্কেলকে জামিন দেওয়া হোক।’ ইডির আইনজীবী বলেন, ‘রেশন দুর্নীতির মূল কিং পিন বালু। এই মামলায় যাঁরা গ্রেপ্তার হয়েছেন প্রত্যেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর কথা বলেছেন।’

    এখানেই থেমে থাকেননি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দিক থেকে এখনও প্রভাব খাটাতে পারেন জ্যোতিপ্রিয়। রাজা না হলেও যাঁর রাজা তৈরি মতো ক্ষমতা রয়েছে। একাধিক ঘটনায় উনি যে প্রভাবশালী সেই প্রমাণ পাওয়া গিয়েছে।’

    বালু জামিন পেলে পুরো তদন্ত প্রক্রিয়া প্রভাবিত করতে পারেন বলে দাবি করে ইডি। দু’পক্ষের সওয়াল জবাব শেষে আগামী ২১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারক।
  • Link to this news (এই সময়)