• রাজ্যে পর্নোগ্রাফি ছড়ানোর মামলায় পুলিশি তদন্তের নির্দেশিকা কী? ডিজির রিপোর্ট তলব হাই কোর্টের
    আনন্দবাজার | ১৩ ডিসেম্বর ২০২৪
  • পশ্চিমবঙ্গে পর্নোগ্রাফি ছড়ানোর মামলার তদন্তে রাজ্য পুলিশের গাইডলাইন (নির্দেশিকা) কী। এই নিয়ে দ্বিতীয় বার রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের নির্দেশে বৃহস্পতিবারই রাজ্যে পুলিশের ডিজি একটি রিপোর্ট দেন। তা দেখার পর আবার রিপোর্ট তলব করল হাই কোর্ট।

    বৃহস্পতিবার রাজ্য পুলিশের ডিজি যে রিপোর্ট দিয়েছেন, তাতে সাইবার ক্রাইম থানাগুলির দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কী ভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। সেই রিপোর্ট দেখলেও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নদিয়ার মুরুটিয়া থানার মামলার কথা তোলে। ওই মামলার প্রসঙ্গেই কৃষ্ণনগর সাইবার থানার তদন্তের ত্রুটির অভিযোগের কথাও উঠে আসে। সেই প্রসঙ্গেই ডিজির রিপোর্ট তলব করে হাই কোর্ট।

    বিচারপতি বাগচীর মন্তব্য, সমাজমাধ্যমে কারও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হলে, তার তদন্তে কী কী তথ্য উঠে এসেছে এবং সেই তথ্যের ভিত্তিতে তদন্তকারী কোন পথে এগিয়েছেন, সেই তথ্য দেখতে চায় হাই কোর্ট। একই সঙ্গে গোটা রাজ্যে এমন পর্নোগ্রাফি সংক্রান্ত কত মামলা রয়েছে, আদালত তারও রিপোর্ট তলব করেছে। এক সপ্তাহ পরে ফের রিপোর্ট দিতে হবে রাজ্য পুলিশের ডিজিকে।

    নদিয়ার এক মহিলাকে ধর্ষণের পরে তাঁর নগ্ন ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। মামলাকারীর অভিযোগ, এই ঘটনায় সাইবার অপরাধের ধারা প্রয়োগ করা হয়নি। সে কারণে গ্রেফতারির পরেও জামিনে ছাড়া পেয়ে গিয়েছিলেন অভিযুক্ত। সেই প্রসঙ্গেই ডিজির রিপোর্ট তলব করা হয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)