• এগরায় ধান কাটার মেশিন তোলার সময় লোহার পাইপ পড়ে মৃত দুই
    বর্তমান | ১৩ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাঁথি: মাঠে ধান কাটার সময় হার্ভেস্টর মেশিন কাদামাটিতে বসে গিয়েছিল। তা কপিকলের সাহায্যে তোলা হচ্ছিল। সেই সময় কপিকলের লোহার পাইপ উপড়ে পড়ে গিয়ে দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হল। বুধবার বিকেলে এগরা থানার গণেশ্বরপুর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন সুব্রত ভুঁইয়া(৬২) ও কুণাল দাস(৩২)। দু’জনেরই বাড়ি গণেশ্বরপুরে। কুণাল হার্ভেস্টর মেশিনের ঠিকাদার এবং সুব্রতবাবু চাষি ছিলেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে গণেশ্বরপুরে স্থানীয় এক বাসিন্দার জমিতে হার্ভেস্টর মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছিল। সেই সময় কাদামাটিতে বসে যায় হার্ভেস্টরটি। মেশিনটি কপিকলের সাহায্যে তোলার উদ্যোগ শুরু হয়। লোহার কাছি দিয়ে কপিকলের মাধ্যমে মেশিন টেনে তোলার কাজ করছিলেন কুণাল, সুব্রতবাবু সহ আরও এক যুবক। মেশিনটি প্রায় উঠেও এসেছিল। এদিকে নরম কাদামাটির জন্য পাইপটি ভারসাম্য হারিয়ে ধীরে ধীরে হেলে যাচ্ছিল। তা দেখে ড্রাইভার তাঁদের সতর্কও করেন। কিন্তু, যাঁরা কাছি টানার দায়িত্বে ছিলেন, তাঁরা বলেন, এই সময় ছেড়ে দিলে মেশিনটি পুনরায় বসে গিয়ে আরও বিপদ হতে পারে। তা‌ই তাঁরা কাজ বন্ধ করেননি। আর তখনই পাইপটি তাঁদের উপরই গিয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় দু’জনকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে কলকাতায় রেফার করেন চিকিৎসকরা। যদিও তাঁদের সঙ্গী এক যুবক প্রাণে রক্ষা পেয়ে যান। তাঁর শুধু পা ভেঙে গিয়েছে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুণাল। কলকাতা যাওয়ার পথে বাজকুলের কাছে মারা যান সুব্রতবাবু। দু’টি দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। 


    গ্রামের পূর্ণচন্দ্র দাসের একমাত্র ছেলে ছিলেন কুণাল। তাঁর বিয়ের জন্য মেয়ে দেখা চলছিল। আচমকা দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। স্থানীয় বাসিন্দা দেবশঙ্কর গিরি বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। আমরা দুই পরিবারের লোকজনকে সমবেদনা জানিয়েছি।
  • Link to this news (বর্তমান)