লালবাজারের নির্দেশে রাতে দু’দফায় নাকা চেকিং, চালকদের শ্বাস পরীক্ষা
বর্তমান | ১৩ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যামাক স্ট্রিট, ব্র্যাবোর্ন রোডের পর এবার সেন্ট্রাল অ্যাভিনিউ। ছ’মাসের মধ্যেই শহরের তিনটি রাস্তায় দেখা গেল মদ্যপ চালকদের দাপট। তার জেরে নিগ্রহের শিকার খোদ পুলিস অফিসার। মদ্যপ গাড়ি চালকদের দৌরাত্ম্য কমাতে এবার কড়া পদক্ষেপ লালবাজারের। বর্ষশেষের সময়ে প্রতি রাতে দু’দফায় সারপ্রাইজড নাকা চেকিংয়ের নির্দেশ দিলেন ঊর্ধ্বতন কর্তারা। সূত্রের খবর, প্রতিটি ট্রাফিক গার্ডকেই এই নির্দেশ পাঠানো হয়েছে। তার ভিত্তিতে চলতি সপ্তাহে শুরু হচ্ছে রাত ৮টা থেকে ১০টা ও ১২টা থেকে ২টো পর্যন্ত ব্রেথ অ্যানালাইজার নিয়ে চালকদের ‘সারপ্রাইজড’ শ্বাস পরীক্ষা।
মঙ্গলবার সাতসকালে গিরিশ পার্ক মোড়ের কাছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের ওপর মদ্যপ অবস্থায় এক গাড়িচালক তাণ্ডব চালায়। শম্ভু পাল নামে ওই চালককে আটকানো হলে পুলিস সার্জেন্টকে সে নিগ্রহ করে বলে অভিযোগ। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগে চালককে গ্রেপ্তার করা হয়। পর পর পুলিসি হেনস্তার ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিস কমিশনার মনোজ কুমার ভার্মা। উল্লেখ্য, সিপি পদ থেকে বিনীত গোয়েলের অপসারণের পর দায়িত্ব নিয়েই মনোজ ভার্মা জানিয়ে দেন পুলিস কর্মীদের নিগ্রহের ঘটনা কোনওভাবে বরদাস্ত করা হবে না। লালবাজার সূত্রের খবর, ডিসেম্বর, জানুয়ারি মাসে শহরের রাস্তায় মদ্যপদের দাপট বাড়ে। বিশেষত, ২৪ ডিসেম্বর থেকে নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই দৌরাত্ম্য থাকে। গত বছরেও এই সময়ে রাতের শহরে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তাই চলতি বছরে আগে থেকেই সতর্ক পুলিস। মদ্যপ অবস্থায় ধরা পড়লে কোনও রকম ছাড় দেওয়া হবে না বলে সাফ নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে।
কলকাতা পুলিস সূত্রের খবর, বাইপাসের উপর বাড়তি নজরদারি রাখা হয়েছে। উল্টোডাঙা, বেলেঘাটা, তিলজলা, কসবা, পূর্ব যাদবপুর ও গড়িয়া— বাইপাস সংলগ্ন এই ছয় ট্রাফিক গার্ড এলাকায় মদ্যপ গাড়িচালকদের দৌরাত্ম্য কমাতে বিশেষ অভিযান চলবে। এছাড়া দক্ষিণ কলকাতার সাউথ ইস্ট ট্রাফিক গার্ড, জেমস লং ট্রাফিক গার্ড, ডায়মন্ডহারবার ট্রাফিক গার্ড এলাকাতেও নিয়মিত বাইক চালকদের শ্বাস পরীক্ষা চালাচ্ছেন সার্জেন্টরা। প্রতি রাতে মদ্যপ অবস্থায় অন্তত ২ জন বাইকচালক ধরা পড়ছেন নাকা চেকিংয়ে।