• 'সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয়না'! বাংলাদেশকে চাঁচাছোলা আক্রমণ দিলীপের...
    ২৪ ঘন্টা | ১৩ ডিসেম্বর ২০২৪
  • প্রদ্যুত্‍ দাস: জলপাইগুড়িতে শুক্রবার সাত সকালে চায়েপে চর্চায় বিজেপি নেতা দিলীপ ঘোষ। 'সিংহের সঙ্গে কুকুরের লড়াই হয়না। ভিখিরিদের আশ্রয় ফুটপাতেই হয়', জলপাইগুড়ি এসে দার্জিলিং চায়ে চুমুক দিয়ে বাংলাদেশের মৌলবাদী নেতাদের করা বিভিন্ন  মন্তব্য প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। এখানেই থেমে থাকেননি তিনি। এক কদম এগিয়ে আরও বললেন, 'ওই দেশে তো সামরিক বিভাগই নেই। চুরি করে খায়। আর নেতারা মিডিয়াতে থাকার জন্য বড়বড় বুলি ঝাড়েন।'

    তিনি আরও বলেন, 'সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন, গাজায় বোম ফাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলার হিন্দুদের নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের।' চায়ে পে চর্চায় আক্রমণাত্বক দিলীপ ঘোষ। 'আফগান নাগরিকদের জন্ম মৃতুর সার্টিফিকেট দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করছে মালবাজার পুরসভা, হাজার হাজার কোটি টাকা আয় করছে তৃণমূল নেতারা', দিলীপ ঘোষ।

    তৃণমূলকে লাগাতার তোপ দিলীপের। তিনি বলেন, 'মালবাজার পুরসভা আফগান নাগরিকদের জন্ম, মৃতুর সার্টিফিকেট দিয়ে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে তৃণমুল নেতারা হাজার হাজার কোটি টাকা আয় করছেন। সিরিয়ার ঘটনা দেখে কিছু বুঝুন, গাজায় বোম ফাটলে মিছিল হয়, অথচ ওপার বাংলার হিন্দুদের নিয়ে মিছিল করার হিম্মত নেই তৃণমূলের।'

    উল্লেখ্য, য়না ঘর ছিল, এখনও আছে, স্বীকার করে নিলেন বাংলাদেশের র‍্যাব ডিজি অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। সেই সঙ্গে তারা এ-ও মেনে নিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক গুমখুন করা হয়েছে। সে সবের জন্য বৃহস্পতিবার ক্ষমা চাইলেন র‌্যাবের ডিজি। তিনি বলেন, র‍্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম, খুনসহ একাধিত অভিযোগ ছিল, যার তদন্ত করছে কমিশন। র‍্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিজি ছাড়াও উপস্থিত ছিলেন র‍্যাবের এডিজি (অপারেশন্স) কর্নেল ইফতেখার আহমেদ ও পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।

     

  • Link to this news (২৪ ঘন্টা)