উদ্ধার তিনটি গাড়িই, শো-কজ় ১৬ জন পুলিশকর্মীকে
আনন্দবাজার | ১৩ ডিসেম্বর ২০২৪
বাজেয়াপ্ত করা তিনটি গাড়ি হেফাজত থেকে চুরি যাওয়ার পরেও সক্রিয় হয়নি বাগুইআটি থানা। বিষয়টি গড়িয়েছিল কলকাতা হাই কোর্টে। পুলিশের ভূমিকা নিয়ে আদালত কঠোর অবস্থান নেওয়ার পরেই তড়িঘড়ি তিনটি গাড়ি উদ্ধার করেছে বিধাননগর কমিশনারেট। বৃহস্পতিবার কোর্টে রিপোর্ট পেশ করে এ কথা জানানোর পাশাপাশি সরকারি কৌঁসুলি এ-ও জানান, এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৬ জন পুলিশকর্মীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। পুলিশের রিপোর্ট পেয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আসল মালিককে গাড়ি ফেরানোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ করতে হবে এবং এক মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে।পাপুন ভট্টাচার্য নামে এক ব্যক্তির তিনটি গাড়ি চুরি হয়েছিল এবং সেই গাড়ি উদ্ধার করে হেফাজতে রেখেছিল বাগুইআটি থানা। থানা থেকেই তা ফের চুরি যায়। গাড়ি ফেরত চেয়ে মালিক হাজারো আবেদন করলেও লাভ হয়নি। এই মামলায় পুলিশের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেছিলেন বিচারপতি ঘোষ। ২০১৭ সাল থেকে বাগুইআটি থানার সব আইসি এবং অফিসারদের তালিকা চাওয়ার পাশাপাশি কমিশনারেটকেও কড়া নির্দেশ দেন তিনি।
Link to this news (আনন্দবাজার)