বৃহস্পতিবার দুপুরে ফলক উন্মোচনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে ছিলেন শহরের চার তৃণমূল বিধায়ক-সহ পুরসভার কর্তারা। ছিলেন রাজ্য পুলিশ ও হাওড়া সিটি পুলিশের কর্তারা। বোতাম টিপে ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই রাস্তায় ইতিমধ্যেই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও সুফল বাংলার স্টল হয়েছে। এখানে ট্রাম-লাইব্রেরি হবে। বাচ্চাদের খেলার জায়গা, রেস্তরাঁ হবে।’’
কোনা এক্সপ্রেসওয়ের হ্যাংস্যাং মোড় থেকে চ্যাটার্জিপাড়া পর্যন্ত এই রাস্তার বিভিন্ন ভাগ ২০১৭ সালের আগে হাওড়ারই কৃতীসন্তানদের নামে চিহ্নিত ছিল। ২০১৭ সালের পরে পুরসভার তৃণমূল বোর্ড আগের নামগুলি বাদ দিয়ে রাস্তাটির নাম হোমিয়োপ্যাথি চিকিৎসক ভোলানাথ চক্রবর্তীর নামেরাখে। অন্য দিকে, চ্যাটার্জিপাড়া থেকে ফাঁসিতলা মোড় পর্যন্ত ইস্ট-ওয়েস্ট বাইপাসের নাম হয় শৈলেন মান্না সরণি।