• দু’দিনেই নতুন নাম রাস্তার
    আনন্দবাজার | ১৩ ডিসেম্বর ২০২৪
  • হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের নাম ভোলানাথ চক্রবর্তী সরণি থেকে পাল্টে শৈলেন মান্না সরণি করার নির্দেশ কার্যকর হয়ে গেল। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর সফরে যাওয়ারআগে এই নির্দেশ দেন। তার ৪৮ ঘণ্টার মধ্যে ফলক তৈরি করে, আবর্জনা সরিয়ে সেখানে ফুলের বাগান ও সুফল বাংলার অস্থায়ী স্টল করে রাস্তা উদ্বোধনের ব্যবস্থা করে হাওড়া জেলা প্রশাসন।

    বৃহস্পতিবার দুপুরে ফলক উন্মোচনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে ছিলেন শহরের চার তৃণমূল বিধায়ক-সহ পুরসভার কর্তারা। ছিলেন রাজ্য পুলিশ ও হাওড়া সিটি পুলিশের কর্তারা। বোতাম টিপে ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই রাস্তায় ইতিমধ্যেই রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও সুফল বাংলার স্টল হয়েছে। এখানে ট্রাম-লাইব্রেরি হবে। বাচ্চাদের খেলার জায়গা, রেস্তরাঁ হবে।’’

    কোনা এক্সপ্রেসওয়ের হ্যাংস্যাং মোড় থেকে চ্যাটার্জিপাড়া পর্যন্ত এই রাস্তার বিভিন্ন ভাগ ২০১৭ সালের আগে হাওড়ারই কৃতীসন্তানদের নামে চিহ্নিত ছিল। ২০১৭ সালের পরে পুরসভার তৃণমূল বোর্ড আগের নামগুলি বাদ দিয়ে রাস্তাটির নাম হোমিয়োপ্যাথি চিকিৎসক ভোলানাথ চক্রবর্তীর নামেরাখে। অন্য দিকে, চ্যাটার্জিপাড়া থেকে ফাঁসিতলা মোড় পর্যন্ত ইস্ট-ওয়েস্ট বাইপাসের নাম হয় শৈলেন মান্না সরণি।

  • Link to this news (আনন্দবাজার)