স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গল্ফগ্রিন এলাকায় একটি বহুতল আবাসনের পিছন দিকে ময়লার স্তূপ পরিষ্কারের সময় মুন্ডুটি পড়ে থাকতে দেখা যায়। মুন্ডুটি এক মহিলার। প্লাস্টিকে মোড়া ছিল সেটি। খবর দেওয়া হয় পুলিশকে।
মুন্ডুটি কার, কী ভাবে সেখানে এল, এটি খুনের ঘটনা কি না— এ সব খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছে কলকাতা পুলিশের ডগ স্কোয়্যাডের কুকুর। ‘স্নিফার ডগ’ নিয়ে আজাদগড়ের একটি আবাসনেও যায় পুলিশ। সেখানে গিয়ে কয়েক জনের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকেরা।