• ফরাক্কায় শিশুকন্যাকে ধর্ষণ-খুনেও ফাঁসির সাজা! যাবজ্জীবন অপরজনকে...
    ২৪ ঘন্টা | ১৩ ডিসেম্বর ২০২৪
  • সোমা মাইতি: জয়নগরের পর ফরাক্কাতেও শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত দুজনের মধ্যে একজনকে সাজা ফাঁসির সাজা ও আরেকজনকে যাবজ্জীবন শোনাল আদালত। ঘটনার ৫৯ দিনের মাথায় বৃহস্পতিবার দোষী সাব্যস্ত হয় ২ আসামী দীনবন্ধু হালদার ও শুভজিত হালদার। আজ হল সাজা ঘোষণা।  

    গত ১৩ অক্টোবর দশমীর সকালে ফরাক্কায় ফুল দেওয়ার নাম করে এক শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, চরম শারীরিক নির্যাতন এবং খুন করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় বৃহস্পতিবারই ২ অপরাধীকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার হল সাজা ঘোষণা। জঙ্গিপুর ফাস্ট ট্র্যাক আদালতের ডিস্ট্রিক্ট সেকেন্ড জাজ অমিতাভ মুখোপাধ্য়ায় অভিযুক্ত দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিত হালদারকে যাবজ্জীবন সাজার নির্দেশ দেন। 

    থানায় লিখিত অভিযোগের পরেই গ্রেফতার করা হয় প্রতিবেশী দীনবন্ধু হালদার নামে ওই ব্যক্তিকে। পরে শুভজিত হালদার নামে এক যুবককেও গ্রেফতার করে পুলিস। তদন্তে উঠে আসে দুজন মিলেই ঘটিয়েছিল ওই ঘটনা। তদন্তে জঙ্গিপুরের এস পি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় সিট। ২১ দিনের মধ্যে আদালতে জমা পড়ে চার্জশিট। এরপর বৃহস্পতিবার ২ জনকেই দোষী সাব্যস্ত করে আদালত। অবশেষে ঘটনার ৬১ দিনে হল সাজা ঘোষণা।

    উল্লেখ্য, জয়নগরেও নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ৬৩ দিনের মধ্যে রায় দান করে নিম্ন আদালত। সেখানেও অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে  বারুইপুর আদালত। ফাঁসির সাজা শোনায় আদালত। ওদিকে ৯০ দিনেও চার্জশিট দিতে না পারায়, আজই আরজি কর ধর্ষণ মামলায় জামিন পেয়ে গেলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তত্‍কালীন ওসি অভিজিত্‍ মণ্ডল।

  • Link to this news (২৪ ঘন্টা)