অয়ন ঘোষাল | রণয় তিওয়ারি: হাড় কাঁপানো শীতের সকালে উদ্ধার মহিলার কাটা মুণ্ড। ঘটনাটি ঘটে, দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়। শুক্রবার সকালে একটি বহুতলের পিছনে এক বহুতলের পিছনে থাকা ভ্যাটে পলিথিন প্যাকেটে কাটা মুণ্ড। যা দেখে রীতিমত শিউড়ে ওঠে এলাকাবাসী। সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে রিজেন্ট পার্ক থানা পুলিস।
জানা গিয়েছে, দেহাংশ এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে কাটাপুকুরে ময়নাতদন্তে নিয়ে যাওয়া হবে বলে পুলিস সূত্রের খবর। ইতোমধ্যেই ঘটনাস্থলে হোমিসাইড, ডিডি এবং স্নিফার ডগ।
এলাকাবাসীর দাবি, এই রাস্তায় কোনও লাইট নেই। যতবার লাগানো হয়েছে ততবার কে বা কারা খুলে নিয়ে গিয়েছে। রাস্তাটি কার্যত পরিত্যক্ত। তাই মানুষ এখানে আবর্জনা ফেলে যান। আশেপাশে কোনও সিসিটিভি নেই। একটি সিসিটিভি লাগানো আছে স্পট থেকে প্রায় দেড়শো মিটার দূরে মন্দিরের গায়ে। ফলে কে বা কারা ঠিক কখন এখানে দেহাংশ ফেলে দিয়ে গেছে তা খুঁজে বের করা কঠিন।
উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল ওয়াটগঞ্জ থানা এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে এক মহিলার কাটা মুন্ডু উদ্ধার করে পুলিস। পরে তদন্ত করে পুলিস জানতে পারে মহিলার নাম, 'দুর্গা সরখেল'। ঘটনায় মহিলার ভাসুর নীলাঞ্জন সরখেলকে গ্রেফতার করে পুলিস।