ভূমি অধিগ্রহণ আইন মেনে জমি নেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে আগামী ১১ ফেব্রুয়ারি বাংলা, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে আন্দোলন কর্মসূচি নিল সংযুক্ত কিসান মোর্চার পূর্বাঞ্চলীয় শাখা। কেন্দ্র ও রাজ্যের কৃষক-বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি ঠিক করতে বুধ ও বৃহস্পতিবার মোর্চার এই শাখা মৌলালি যুবকেন্দ্রে যে সমম্বয় বৈঠকে বসেছিল, সেখানেই ওই প্রস্তাব রাখা হয়। বৈঠক শেষে নেতৃত্ব জানান, ফসলের সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা-সহ চাষিদের বিভিন্ন দাবিপূরণের লক্ষ্যে দিল্লি থেকে জেলা স্তরে আন্দোলন গড়ে তোলা, প্যালেস্টাইনে হামলা, ইজ়রায়েলকে ভারতের অস্ত্র-সাহায্য বন্ধের মতো বিভিন্ন বিষয়ে প্রস্তাব নেওয়া হয়েছে। সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে ‘বিভাজনের রাজনীতি’র অভিযোগও তুলেছেন নেতৃত্ব। সমন্বয় বৈঠকে যোগ দিয়েছিলেন কিসান মোর্চার সর্বভারতীয় নেতা দর্শন পাল, হান্নান মোল্লা, আশিস মিত্তল, রাভুলা বেঙ্কাইয়া, শঙ্কর ঘোষ, অভীক সাহা প্রমুখ। ছিলেন চার রাজ্যের ১৬৯ জন প্রতিনিধি। হান্নানের অভিযোগ, “গত ১১ ডিসেম্বর, ২০২১-এ নরেন্দ্র মোদী আমাদের চিঠি দিয়ে ছ’দফা দাবি মেনে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু এখনও এই বিষয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। তাই আন্দোলনকে আমরা দেশ জুড়ে ছড়াতে চাইছি।”