• শীঘ্রই ‘বাংলার বাড়ি’র প্রথম কিস্তির টাকা পাবেন প্রাপকেরা, সুবিধার খতিয়ান দিল তৃণমূল
    আনন্দবাজার | ১৩ ডিসেম্বর ২০২৪
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বড়দিনের আগেই ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে প্রথম কিস্তির টাকা পাবেন প্রাপকেরা। ১৫ ডিসেম্বর সেই টাকা পাওয়ার কথা। রাজ্য সরকারের দেওয়া সাহায্য পাওয়ার জন্য অপেক্ষায় রাজ্যের বহু মানুষ। টাকা পেয়ে ঘর তৈরির পরে সেই সব মানুষজনের কতটা সুবিধা হবে, এ বার তা সমাজমাধ্যমে তুলে ধরল তৃণমূল। বেশ কিছু ভিডিয়োর মাধ্যমে সেই তথ্য তুলে ধরেছে তারা।

    শুক্রবার তৃণমূলের এক্স হ্যান্ডলে দক্ষিণ ২৪ পরগনার এক বাসিন্দার সমস্যার কথা উঠে এসেছে। ভিডিয়ো থেকে জানা গিয়েছে, চট্টা রামেশ্বরপুরের বাসিন্দা উসমান গায়েন ত্রিপলে ঢাকা একটি ঝুপড়িতে এখন থাকেন। একবার মাঝরাতে তাঁদের বাড়ির দেওয়াল ভেঙে পড়েছিল। প্রতিবেশীরা এসে রক্ষা করেছিলেন। যে এলাকায় তিনি থাকেন, সেখানে প্লাবনের কারণে সমস্যায় পড়েন স্থানীয়েরা। ‘বাংলার বাড়ি’ প্রকল্পেক তালিকায় তাঁর নাম উঠেছে। সেই কারণে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন তিনি।

    গত মাসে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের তালিকায় ১১.৩৬ লক্ষ জনের সঙ্গে আরও ১ লক্ষ নাম যুক্ত করা হয়েছে। তাঁর কথায়, ‘‘অনেক মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন। আমরা ১২ লক্ষেরও বেশি বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা বিতরণ করার জন্য আমাদের রাজ্য তহবিল ব্যবহার করব। টাকা বিলি শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে।’’

    তৃণমূল বার বার অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকার ‘আবাস যোজনা’র টাকা দেয়নি রাজ্যের মানুষকে। গত বছর এই নিয়ে ‘দিল্লি চলো’ কর্মসূচি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরেই বছরের শুরুতে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য বাড়ি তৈরি করে দেওয়ার এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। এ বার তার প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন সাধারণ মানুষ।

  • Link to this news (আনন্দবাজার)