• স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি কম! আপনার এলাকার তাপমাত্রা জানুন
    আজ তক | ১৪ ডিসেম্বর ২০২৪
  • Weather Update: সপ্তাহান্তে শীতের দাপট বহাল থাকছে দক্ষিণবঙ্গে। শনিবার, ১৪ ডিসেম্বর, কলকাতার তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও শীতের কনকনে ভাব অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি নীচে থাকবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

    শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা:

    উত্তরবঙ্গে শীতের দাপট আরও বেশি। শনিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি, আর কালিম্পঙে ৯.৫ ডিগ্রি।

    পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরে রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি কম।

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে শীতের দাপট বজায় থাকবে।

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৫ ডিগ্রি নীচে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের কনকনে আমেজ আগামী কয়েক দিন আরও উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।
  • Link to this news (আজ তক)