• বর্ধমানে ২য় ডিভিশন ক্রিকেট লিগে জয়ী আরাধনা সঙ্ঘ
    বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে জয় পেল আরাধনা সঙ্ঘ। শুক্রবার শহরের রাধারানি স্টেডিয়ামে তারা ৩ উইকেটে অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে দেয়। এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অ্যাপোলো অ্যাথলেটিক ক্লাব। নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান তোলে তারা। দলের হয়ে সর্বচ্চ রান করেন সুমন বন্দ্যোপাধ্যায়। ওপেন করতে নেমে ৯৭ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে তিনি ৬২ রান করেন। আরাধনা সংঘের হয়ে অনিন্দ্র কর ৮ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। জিৎ পাল ও সৌভিক সরকার যথাক্রমে ২৮ ও ১৬ রান দিয়ে ২টি করে উইকেট নেন। জবাবে ২৭.৪ ওভারে ৭ উইকেটে ১৪৯ রান তুলে ম্যাচ জিতে নেয় আরাধনা সংঘ। দলের হয়ে ওপেনার কৌশিক দত্ত ৮৪ বলে ৯টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৪ রান করেন। জিতু দাস ২৬ রান করেন। অ্যাপোলোর হয়ে আকাশ গুপ্ত ৬ ওভার বল করে ২৮ রান দিয়ে ৪টি উইকেট নেন। মোহন ভাণ্ডারি ৪.৪ ওভার বলে করে ২৪ রান দিয়ে ২টি উইকেট পান।
  • Link to this news (বর্তমান)