• রবীন্দ্রভারতীর রেজিস্ট্রার বরখাস্ত, দায়ের পাল্টা মামলা
    বর্তমান | ১৪ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুবীর মৈত্রকে অবশেষে বরখাস্ত করল কর্তৃপক্ষ। পাশাপাশি নির্দেশ, তিনি কোনও অবসরকালীন আর্থিক সুযোগ সুবিধাও পাবেন না। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ অবমাননা, এগজিকিউটিভ কাউন্সিলের (ইসি) নির্দেশ অগ্রাহ্য করা প্রভৃতি অভিযোগ এনে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। তদন্তের পর দাখিল হওয়া রিপোর্টের ভিত্তিতে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা মামলাও হাইকোর্টে দায়ের হয়েছে। সুবীরবাবুর আইনজীবীদের বক্তব্য, উপাচার্য নিজেই অস্থায়ী। তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন কি না, তা আদালত ঠিক করুক। তাছাড়া, যে ইসি মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে, তা আয়োজন না করার জন্য উচ্চশিক্ষা দপ্তরের লিখিত নির্দেশ ছিল। ফলে সেই বৈঠক এবং সেখানে নেওয়া সিদ্ধান্তের বৈধতা নিয়েও প্রশ্ন থেকে যায়।
  • Link to this news (বর্তমান)