• কালিম্পংকে ছাড়াল দক্ষিণবঙ্গের এই জায়গা, ৭ জেলায় শৈত্যপ্রবাহের Alert
    আজ তক | ১৪ ডিসেম্বর ২০২৪
  • ঠান্ডায় কালিম্পঙকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের জেলা। শীতে হাড় কাঁপাচ্ছে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা। পাশাপাশি শৈত্যপ্রবাহ নিয়ে বড়সড় সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের সাত জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হল। 

    রাতের তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন নেই। আগামী ২ দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৫ডিগ্রি সেলসিয়াস নীচে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে। পশ্চিমের সব জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম পাঁচটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা থাকবে। ১০ ডিগ্রির নীচে তাপমাত্রা থাকবে।

    আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে থাকবে। আগামী সাতদিন তাপমাত্রা একই থাকবে। পাশাপাশি ঘন কুয়াশার চাদরে ঢাকবে। বেলা বাড়লে ধীরে ধীরে কুয়াশা কাটবে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷  

    উত্তরবঙ্গের আবহাওয়া
    উত্তরবঙ্গে দার্জিলিঙ, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে৷ ফলে দৃশ্যমানতায় প্রভাব পড়বে।

    শনিবার কোথায় কত তাপমাত্রা?
    শনিবার পুরুলিয়ায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি এবং ঝাড়গ্রামে ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।  কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কালিম্পঙকে ছাপিয়ে গেল পুরুলিয়া।
  • Link to this news (আজ তক)