• রাজ্যের এই শহরে ঢুকতে গেলেই এবার চারচাকা গাড়িকে দিতে হবে পৌর প্রবেশকর
    ২৪ ঘন্টা | ১৪ ডিসেম্বর ২০২৪
  • মনোরঞ্জন মিশ্র: এবার পুরুলিয়া শহরে চার চাকার যানবাহন প্রবেশ করলেই দিতে হবে পৌর প্রবেশ কর। আগামী জানুয়ারি মাস থেকেই এই প্রবেশকর চালু করতে চলেছে পুরুলিয়া পৌরসভা। এই খবর ছড়িয়ে পড়তেই গাড়ির মালিকদের মাথায় হাত পড়েছে । একদিকে পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে । অন্যদিকে রোড ট্যাক্স, টোল ট্যাক্সের পর পৌরসভা প্রবেশ কর কেনো? প্রশ্ন তুলছেন গাড়ির মালিকেরা । সাধারণ মানুষের উপর বাড়তি করের বোঝা চাপানোর উদ্দেশ্যকে কটাক্ষ করেছেন পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্ব। পৌর আইন মেনেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানের।

    পৌরসভা সূত্রে খবর, পুরুলিয়া শহরে প্রবেশের মূল চারটি রাস্তায় তৈরি হবে পৌরসভার নিজস্ব চারটি চেক পোস্ট । পুরুলিয়া-রাঁচি ৩২ নম্বর জাতীয় সড়কের উপর জজ বাংলো মোড়, পুরুলিয়া-বাঁকুড়া ৬০(A) জাতীয় সড়কের তেলকলপাড়া মোড়, পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে বোঙ্গাবাড়ি মোড় এবং পুরুলিয়া জামশেদপুর সড়কের উপর দুলমি মোড় এলাকায় এই চেকপোস্ট তৈরি হবে। শহরে প্রবেশের ক্ষেত্রে প্রতিদিন দিনে একবার প্রত্যেক চার চাকার গাড়িগুলোকে দিতে হবে পৌরকর।

    বর্তমানে পুরুলিয়া পৌসসভায় দেখা দিয়েছে নিজস্ব তহবিলের অভাব । অস্থায়ী সাফাই কর্মী সহ অন্যান্য অস্থায়ী পৌর কর্মীদের নিয়মিত বেতন করতে হিমসিম খেতে হচ্ছে পৌর কর্তৃপক্ষকে। তাই সম্প্রতি বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের জন্য প্রত্যেক বাড়ি পিছু মাসে ৩০ টাকা ও কমার্শিয়াল দোকান পিছু ৫০ টাকা করে জঞ্জাল সাফাই কর নেওয়ার নির্দেশিকা জারি করেছে পৌরসভা । এরপরই পৌর প্রবেশ কর চালু হতে চলেছে জানুয়ারি মাস থেকেই । আগে থেকেই চালু রয়েছে বাড়ির হোল্ডিং কর, জলের কর । পৌরসভার নিজস্ব তহবিল বাড়ানোর জন্যই এই প্রবেশ কর যুক্ত হতে চলেছে বলে খবর । তবে নতুন করে পৌর কর যুক্ত হওয়ার বিষয়টিকে ভালো চোখে দেখছেন না সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো ।

    নিয়ম মেনে শহরে প্রবেশ কর চালু করা হবে জানুয়ারি মাস থেকেই বলে সাফ জানিয়ে দিয়েছেন পৌরপ্রধান ।

  • Link to this news (২৪ ঘন্টা)