চিত্তরঞ্জন দাস: দেশের অশান্তি ঢাকতে এখন ভারতকে নিশানা করছে বাংলাদেশি রাজনীতিবিদরা। গত সপ্তাহেই এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক হুংকার দিয়েছেন, ৪ ঘণ্টার মধ্যে কলকাতা দখল করে নেবেন। অন্যদিকে, এক বিএনপি নেতা বলেছেন, বাংলাদেশ এবার বাংলা-বিহার-ওড়িশার দাবি করবে। এনিয়ে এবার মুখ খুললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী।
শনিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টারে সিটি সেন্ট্রাল লাইব্রেরীর দ্বিতীয় তলের উদ্বোধন করতে এসেছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ও রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নামবলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী অনুপ্রবেশ নিয়ে ভারত সরকারকে আক্রমণ করে বলেন," উনারা যদি মনে করেন দরজা খুলে দেবেন তো দেবেন। সেখানে কথা বলুন। উনারা ভিটে মাটি ছেড়ে আসবেন কেন, সেখানকার সরকারকে বলুন।"
সিদ্দিকুল্লা চৌধুরী বিএনপি নেতার মন্তব্যের পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন,"ভারতের ১৪২ কোটি মানুষ যদি মুখে জল নিয়ে কুলকুচি করে ফেলে দেয় তাহলে ওদের কী হবে একবার ভাবুন তো! আমরা ১৪২ কোটি ওরা ১৮ কোটি। চীন থেকে উস্কানি দিচ্ছে ওদের।"