• রাজ্যের বিশ্ববিদ্যালয়কে ন্যাকের A+ স্বীকৃতি, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী
    প্রতিদিন | ১৫ ডিসেম্বর ২০২৪
  • নব্যেন্দু হাজরা: রাজ্য়ের বিশ্ববিদ্য়ালয়কে কেন্দ্রীয় স্বীকৃতি। ন্যাকের বিচারে সেরার তকমা পেল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স। এই শিরোপায় গর্বিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্য ও সমাজের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলুক শিক্ষা। ফলস্বরূপ রাজ্যের শিক্ষাব্যবস্থার মুকুটে এমনই পালক জুড়তে থাকুক। এটাই আশা মুখ্যমন্ত্রীর।

    এক্স হ্যান্ডেলে মমতা জানিয়েছেন, রাজ্য সরকার পোষিত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্স ন্যাকের বিচারে A+ স্বীকৃতি পেয়েছে। অন্যান্য বিষয়ের পাশাপাশি এখানে ফরেনসিক সায়েন্স পড়ানো হচ্ছে। এই লন্ডনের কিংস কলেজ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে বিশ্ববিদ্যালয়। এদিন সেই প্রচেষ্টাও স্বীকৃতি পেল।
  • Link to this news (প্রতিদিন)