শুক্রবার গভীর রাতে দুর্গাপুরের তিলক রোডের ৩০ নম্বর স্ট্রিটের একটি গ্যারাজের পাশে ডাস্টবিন থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়েরা। সেই সঙ্গে এক পথকুকুরের তীব্র আর্তনাদ। কেন ধোঁয়া বেরোচ্ছে দেখতে গিয়ে তাঁরা দেখেন, ডাস্টবিনের ভিতরে এক বাচ্চা পথকুকুর তখনও জ্বলছিল আগুনে! আর পাশে বসে তার মা চিৎকার করছে। বাকি শাবকেরাও পাশেই গুটিসুটি মেরে রয়েছে! স্থানীয়েরাই আগুন নিভিয়ে তাদের অন্যত্র নিয়ে যান। তাদের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।
গোটা ঘটনায় শনিবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় সূত্রে খবর, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দা অপর্ণা মুখোপাধ্যায় বলেন, ‘‘রাতে ডাস্টবিনের ভিতর থেকে ধোঁয়া বার হচ্ছে দেখে আমরা সেখানে যাই। দেখি ছ’টা বাচ্চা কুকুর জ্বলছে। বইখাতা দিয়ে আগুন জ্বালানো হয়েছে। গন্ধ যাতে না ছড়ায়, সেই জন্য নুনের প্যাকেট ফাটিয়ে রাখা হয়েছিল। আমরা হতবাক! আমরা ছ’টি বাচ্চাকেই উদ্ধার করি। একটা মারাও গিয়েছে। পাঁচটার অবস্থা আশঙ্কাজনক। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের কঠোর শাস্তি দাবি করছি।’’
স্থানীয় পশুপ্রেমী অনিন্দিতা সরকার বলেন, ‘‘সদ্যোজাত পথকুকুরদের উপর এই নির্মম ঘটনা একেবারে মেনে নেওয়া যায় না। আমরা খবর পাওয়া মাত্রই সেখানে গিয়েছি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের শাস্তি চাই।’’