এবার জঙ্গি হামলা রুখতে কমান্ডো ট্রেনিং নেবে রাজ্য পুলিশ, গড়া হচ্ছে কুইক রেসপন্স টিম
আজ তক | ১৫ ডিসেম্বর ২০২৪
জঙ্গি মোকাবিলায় স্পেশাল টাস্ক ফোর্সকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার। জানা গিয়েছে এই ফোর্সকে কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশাসন সূত্রে খবর, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ধাঁচে এই ফোর্সকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রসঙ্গত, কলকাতা পুলিশের নিজস্ব স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে। এছাড়া রাজ্য পুলিশেরও নিজস্ব স্পেশাল টাস্ক ফোর্স রয়েছে। জানা গিয়েছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের মধ্যে বাছাই করে কয়েকজনকে নিয়ে জঙ্গি মোকাবিলার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। যে কোনও সময় রাজ্যের বিভিন্ন জেলায় যদি জঙ্গি নাশকতার ঘটনা ঘটে তাহলে এই বিশেষ ফোর্স কাজ করবে। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স থেকে দুই কোম্পানিকে নিয়ে এই কুইক রেসপন্স টিম তৈরি করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে এঁদের কমান্ডো প্রশিক্ষণ দেওয়া হবে। শুধুমাত্র জঙ্গি মোকাবিলার ট্রেনিং দেওয়া হবে।
কলকাতা ছাড়াও দুর্গাপুর ও শিলিগুড়িতেও এই টিম রাখা হবে। যাতে নিকটবর্তী ক্যাম্প থেকে ঘটনাস্থলে পাঠানো যায়। এই সিদ্ধান্তের ফলে রাজ্য পুলিশের এসটিএফ আরও শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কলকাতা পুলিশেওর আওতায় থাকা এসটিএফের এই ধরনের জঙ্গি নাশকতার ট্রেনিং প্রাপ্ত টিম রয়েছে। কিন্তু রাজ্য পুলিশের এতদিন এই কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত টিম ছিল না। এবার সেই টিম হবে। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন জেলাতেও বড়বড় শপিং মল, রেস্তোরাঁ রয়েছে। সেখানে যাতে কোনও জঙ্গি নাশকতার ঘটনা ঘটলে তাড়াতাড়ি প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীকে পাঠানো যায় তাই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।