• প্রেমিককে মানেনি পরিবার, অভিমানে আত্মঘাতী কান্দির তরুণী চিকিৎসক
    প্রতিদিন | ১৫ ডিসেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানুয়ারিতে বিয়ের দিনক্ষণ স্থির হয়েছিল। পরিবারের লোকজন বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। কিন্তু পাত্র নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ ছিল মুর্শিদাবাদের কান্দির তরুণী চিকিৎসক পৌলমী বিজয়পুরীর। প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে চাইছিলেন না তাঁর পরিবারের লোকজন। সে কারণেই আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেন তিনি।

    স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে বিয়ে নিয়ে আচমকাই চিকিৎসকদের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়। তার কিছুক্ষণ পরই বাড়িতে কান্নাকাটির শব্দ পান প্রতিবেশীরা। তাঁরা জানতে পারেন বছর বত্রিশের পৌলমী আত্মহত্যা করেছেন। পরিবার সূত্রে খবর, বাবার সঙ্গে ঝগড়াঝাটির পর নিজের ঘরে চলে গিয়েছিলেন পৌলমী। দিদির পিছু পিছু ওই ঘরে যান তাঁর ভাই। সেই সময় ভাইয়ের কাছে নুডলস খাওয়ার আবদার করেন পৌলমী। ভাই ম্যাগি করতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ঘরে ঢুকে দিদির ঝুলন্ত দেহ দেখে আঁতকে ওঠেন তিনি।

    ২০১৯ সালে পৌলমী এমবিবিএস পাশ করেন। ২ বছর আগে দন্ত চিকিৎসক হিসাবে বহড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে যোগ দেন পৌলমী। খুবই সাদাসিধে এবং মিষ্টভাষী ছিলেন তিনি। পৌলমীর প্রেমিক কে, তা এখনও জানা যায়নি। কেনই বা তাঁর পরিবারের লোকজন যুবককে মানতে পারেননি, তা নিয়েও প্রশ্ন উঠছে। কান্দি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
  • Link to this news (প্রতিদিন)