ভুয়ো পরিচয়পত্রে ‘ভারতীয়’! বাংলাদেশিদের পাসপোর্ট তৈরি করে গ্রেপ্তার ২
প্রতিদিন | ১৫ ডিসেম্বর ২০২৪
অর্ণব আইচ: বাংলাদেশি নাগরিকদের ভারতের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগ। গ্রেপ্তার বারাসত ও দক্ষিণ ২৪ পরগনার কোস্টাল থানা এলাকার ২ বাসিন্দা। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩৭ টি পাসপোর্ট। ধৃতদের আদালতে তোলা হলে ২০ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
মৌলবাদীদের দাপটে উত্তাল বাংলাদেশ। চরমে হিন্দু নির্যাতন। পরিস্থিতি এতটাই জটিল যে, অনেকেই চেষ্টা করছেন কোনওক্রমে ভারতে চলে আসার। এদিকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে ভারতের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২ জন। জানা গিয়েছে, ধৃতদের নাম সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডল। সমরেশ বারাসতের কাজিপাড়ার বাসিন্দা। দীপক দক্ষিণ ২৪ পরগনার কোস্টাল থানা এলাকার বাসিন্দা। পেশায় ডাকঘর বিভাগের অস্থায়ী কর্মী। পুলিশ সূত্রে খবর, ধৃত সমরেশ ছেলে রিপনের সঙ্গে হাত মিলিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরির কাজ করতেন। সম্প্রতি সূত্র মারফত খবর পেয়ে রিপনকে গ্রেপ্তার করে পুলিশ। এর পরই প্রকাশ্যে আসে সমরেশ ও দীপকের নাম।
জানা গিয়েছে, গত কয়েকবছর ধরেই রমরমিয়ে চলছিল এই ব্যবসা। প্রতি পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য নূন্যতম ২ লক্ষ টাকা নিত এই চক্রের মাথা। এনআইএ-এর হাতে ধৃত লিটন চক্রবর্তীর সঙ্গে এই সমরেশের যোগাযোগ রয়েছে বলে সূত্রের খবর। আগে দিল্লি পুলিশের হাতেও গ্রেপ্তার হয়েছিলেন সমরেশ। চুঁচুড়া ও বারাসত থেকেও গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। পুলিশ তদন্তে জানতে পেরেছে, ভুয়ো নথি দিয়ে কমবেশি ২৫০ টি পাসপোর্ট বানিয়েছিলেন এই সমরেশ ও তাঁর সাগরেদরা।