স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরাহনগরের মোট ২৬ জন বাসিন্দা একটি ট্রাভেলার গাড়িতে চড়ে রবিবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাচ্ছিলেন। বিষ্ণুপুর হয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় পথে ভেদুয়াশোল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে ট্রাভেলার। ঘটনায় ওই গাড়িতে থাকা সাত পর্যটক আহত হন। এর মধ্যে এক মহিলার আঘাত গুরুতর। ট্রাভেলার গাড়িটির গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ।
আহত পর্যটক অচিন্ত্য পাল বলেন, ‘‘আমরা বরাহনগর থেকে পুরুলিয়ার অযোধ্য পাহাড়ে যাচ্ছিলাম। কল্যাণী থেকে গাড়িটি ভাড়া করা হয়েছিল। প্রথম থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। বার বার তাঁকে গতি কমানোর কথা বলা হলেও চালক আমাদের কোনও কথাই শোনেননি। তার ফলেই এই দুর্ঘটনা।’’