• কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বন্ধ ঘরে পুড়ে মৃত্যু যুবকের
    আজ তক | ১৬ ডিসেম্বর ২০২৪
  • রবিবার ছুটি দিন কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বাড়িতে ভয়াবহ আগুনে  পুড়ে মৃত্যু হল যুবকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে লেদার কমপ্লেক্স থানা এলাকার শিরিষ বাগানে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।  জানা গিয়েছে মৃতের নাম সুরজিৎ সর্দার। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিরিষ বাগান এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সুরজিৎ সর্দার । রবিবার  দুপুরেই তাঁর ঘর থেকেই ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা।  দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ফলে ঘরের ভিতর ঢুকতেও সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছেন সুরজিৎ। ঝলসে যাওয়া দেহাংশ পড়ে রয়েছে।  

    কীভাবে আগুন লাগল, তিনি নিজেই আগুন ধরিয়ে আত্মঘাতী হয়েছেন কিনা, এই বিষয়গুলো খতিয়ে দেখেছ পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন আধিকারিকরা। ওই ব্যক্তি কোনওভাবে মানসিক অবসাদে ভুগছিলেন কিনা, তা জানার চেষ্টা করছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

    কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার শিরিষ বাগানে ভাড়া থাকতেন তিনি।  দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেই যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায়।
  • Link to this news (আজ তক)