• ডিসেম্বরের মাঝে আবার কমবে ঠান্ডা, রাজ্যে কতটা বৃদ্ধি পাবে তাপমাত্রা?
    আনন্দবাজার | ১৬ ডিসেম্বর ২০২৪
  • ডিসেম্বরের মাঝে আবার রাজ্যে ঠান্ডা কমে যাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রা। তবে চলতি সপ্তাহে কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। কুয়াশার সম্ভাবনাও নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

    রবিবারও দক্ষিণবঙ্গের চার জেলায় শৈত্যপ্রবাহের জন্য সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। তবে সোমবার থেকে সেই সম্ভাবনা নেই। উল্টে দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন থেকে চার দিন ঠান্ডা কম থাকবে। উত্তরেও এই তিন থেকে চার দিন কম থাকবে ঠান্ডা। সেখানে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

    আগামী শনিবার পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আকাশও মূলত পরিষ্কার থাকবে। কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ডিসেম্বরের শুরুতে নিম্নচাপের কারণে ধাক্কা খেয়েছিল শীত। তার পর ধীরে ধীরে জাঁকিয়ে পড়েছিল ঠান্ডা। দক্ষিণের কয়েক জেলায় শৈত্যপ্রবাহও হয়েছে। এ বার ডিসেম্বরের মধ্য ভাগে আবার কমে গেল ঠান্ডা।

  • Link to this news (আনন্দবাজার)