পাত্রী পেশায় ইঞ্জিনিয়ার, চাকরি করেন আন্তর্জাতিক সংস্থায়। বিয়ের পরে প্রবাসী হয়ে যাওয়ার কথা। বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে এ বার পাত্রীকে দলের সদস্যপদ ধরালেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য! দলের তরফে রাজ্যে সদস্যপদ অভিযানের দায়িত্বে তিনিই। মধ্য হাওড়ায় ৩৩ নম্বর ওয়ার্ডে রবিবার গুঞ্জরী গুপ্তের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে সদস্যপদের প্রক্রিয়া সম্পন্ন করিয়েছেন তিনি। এর আগে বিয়ের অনুষ্ঠানেও সদস্য করাতে দেখা গিয়েছিল শমীককে।