বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক ভাবে সক্রিয় হতে হবে, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে এই দাবি জানালেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রাজভবনে রবিবার সন্ধ্যায় রাজ্যপাল বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, দলের নেতা অমিতাভ চক্রবর্তী ও অন্য প্রতিনিধিরা। বাংলাদেশে অস্থিরতার সুযোগে দুষ্কৃতীরা যাতে সীমান্ত পেরিয়ে না ঢুকে পড়ে, তার জন্য বিএসএফের নজরদারি বাড়ানো এবং এ রাজ্যে সরকারের সর্বদল বৈঠক ডাকার দাবিও রাজ্যপালের মাধ্যমে জানিয়েছেন কংগ্রেস নেতারা। বাংলাদেশের যুদ্ধ জয়ের স্মরণে ‘বিজয় দিবস’ উপলক্ষে আজ, সোমবার ফোর্ট উইলিয়ামের ‘বিজয় স্মারক’ থেকে মাটি নিয়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে দিতে যাবে কংগ্রেস। তার পরে বাংলাদেশ ডেপুটি হাই-কমিশন অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে।