• মথুরাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মা এবং শিশুপুত্রকে পিষে দিল গাড়ি! আহত আরও এক শিশু ভর্তি হাসপাতালে
    আনন্দবাজার | ১৬ ডিসেম্বর ২০২৪
  • বাড়ির সামনে দিয়েই গিয়েছে পাকা রাস্তা। সোমবার সকালে শিশুপুত্রকে নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন এক মহিলা। সকাল সাড়ে ৭টা নাগাদ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই তাঁদের ধাক্কা মেরে পিষে দেয়। দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার রামবাটি গোপালনগর এলাকার।

    ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কী ভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে নেমে গিয়ে দু’জনকে ধাক্কা মারল, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও যান্ত্রিক গোলযোগ ছিল, না কি চালক মত্ত অবস্থায় ছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

    স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন মরজিনা হালদার এবং তাঁর শিশুপুত্র মোহিত হালদার। ঘাতক গাড়িটি এসে ধাক্কা মারে। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই দুর্ঘটনায় এক শিশুও গুরুতর ভাবে আহত হয়েছে। তার মাথায় চোট লেগেছে। আহত শিশুকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)