• কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ শেষ, হকার ফেরানোর কাজ শুরু করছে কলকাতা পুরসভা
    আনন্দবাজার | ১৬ ডিসেম্বর ২০২৪
  • কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ প্রায় শেষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় দিলেই উদ্বোধন হবে এই নতুন স্কাইওয়াকের। এই স্কাইওয়াক তৈরির জন্য কালীঘাটের যে সকল হকারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যতীন দাস পার্কে, এ বার তাঁদের নতুন হকার্স কর্নারে ফেরানোর জন্য উদ্যোগী হতে চলেছে কলকাতা পুরসভা। শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ধারে স্কাইওয়াকের পাশে হকারদের জন্য তৈরি হয়েছে বাতানুকূল নতুন ঝাঁ- চকচকে হকার্স কর্নার। পুরসভার তরফে জানানো হয়েছে, ১৭৬টি দোকান রয়েছে নতুন ওই বিল্ডিংয়ে। বাড়িটি সম্পূর্ণ ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত। সম্প্রতি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, উদ্যান বিভাগের মেয়র পারিষদ (উদ্যান) তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, পুর কমিশনার এবং অন্যান্য পুরকর্তাকে নিয়ে বৈঠক করেন। সেখানে হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী এক মাসের মধ্যে হকারেরা মালপত্র নিয়ে নতুন হকার্স কর্নারে চলে আসবেন।

    বৈঠকে হকার সংগঠনের তরফে দোকানের মালপত্র সরিয়ে নতুন হকার্স কর্নারে নিয়ে যাওয়ার জন্য দু’মাস সময় চাওয়া হয়েছিল। কিন্তু কলকাতা পুরসভা তরফে এক মাস সময় দেওয়া হয়েছে। তাই মনে করা হচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নতুন হকার্স কর্নারে হকারেরা চলে আসবেন। কলকাতা পুরসভা সূত্রে খবর, নতুন হকার্স কর্নার দেখে দোকানদারদের পছন্দ হলেও, অতিরিক্ত দরজা তৈরি করার দাবি জানানো হয়েছে।

    ফলে কলকাতা পুরসভার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, দু’টি দোকান ভেঙে দেওয়া হলে প্রশস্ত দরজা বানানো সম্ভব। তবে কোন হকার বিল্ডিংয়ের কোথায় দোকান পাবেন, সেটা হকার সংগঠনকেই ঠিক করে নিতে হবে। সে ক্ষেত্রে পুরসভা কোনও দায়িত্ব নেবে না। পুরসভা সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্তগুলি মোটামুটি ভাবে মেনে নিয়েছেন দোকানদারেরা‌।

    অন্য দিকে, যতীন দাস পার্ক থেকে হকারেরা নতুন হকার্স কর্নারে উঠে গেলেই সেখানে দোকানগুলি ভাঙার কাজ শুরু করবে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার অধীনে থাকা যতীন দাস পার্কটি আবারও পুরনো চেহারায় ফিরিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, যতীন দাস পার্কে অস্থায়ী দোকানগুলি তৈরি হওয়ায় কলকাতা পৌরসভার কর্মচারীদের শারদোৎসব সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল পিছনের একটি মাঠে। মনে করা হচ্ছে, আগামী বছর পুজোর আগেই যতীন দাস পার্ক পুরনো চেহারায় ফিরলে শারদোৎসব ফিরে আসবে সেখানেই।

  • Link to this news (আনন্দবাজার)