৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, কড়া ঠান্ডা ফিরবে কবে? পূর্বাভাস
আজ তক | ১৬ ডিসেম্বর ২০২৪
ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে, দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই, আর ঘন কুয়াশার সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে, উত্তরের কিছু জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে।
রবিবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল, কিন্তু সোমবার থেকে সেই সতর্কতা তুলে নেওয়া হয়েছে। বরং, দক্ষিণের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, এবং উত্তরের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় রাতের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, তবে পরবর্তী ৩-৪ দিন ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সর্বত্র আগামী কিছু দিন শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এলাকায় শনিবার এবং রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে, তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।
আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে, যার প্রভাব রাজ্যে তাপমাত্রা বাড়াতে সাহায্য করবে। নিম্নচাপটির অভিমুখ তামিলনাডু উপকূলের দিকে।
অন্যদিকে, সোমবার কলকাতার তাপমাত্রা রবিবারের তুলনায় বেড়েছে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২°C, যা সোমবার ভোরে ১৩.৮°C পৌঁছেছে। কলকাতায় রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪°C।
উত্তরের পাহাড়ি অঞ্চলে, দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮°C, আর পুরুলিয়ায় ৭.১°C। পুরুলিয়া ঠান্ডায় দার্জিলিং এবং কালিম্পংকেও টেক্কা দিয়ে শীতের দাপট দেখিয়েছে। রবিবার ভোরে দমদমে ১৩.৩°C, ঝাড়গ্রামে ৮.০°C, কল্যাণীতে ১১.০°C, শ্রীনিকেতনে ১০.৬°C, বর্ধমানে ১১.০°C, উলুবেড়িয়ায় ১১.১°C এবং বাঁকুড়ায় ১০.৮°C তাপমাত্রা ছিল।
আগামী দিনগুলোতে রাজ্যে শীতের তীব্রতা কিছুটা কমলেও, তাপমাত্রার বাড়তি পরিবর্তন রাজ্যের জনজীবনে কিছুটা প্রভাব ফেলবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।