তোলা না দেওয়ায় রক্তাক্ত প্রমোটার, TMC কাউন্সিলরের 'দাদাগিরি'?
আজ তক | ১৬ ডিসেম্বর ২০২৪
আবারও এক তৃণমূল নেতার বিরুদ্ধে প্রকাশ্যে দাদাগিরির অভিযোগ। এবার যে নেতার বিরুদ্ধে অভিযোগ তিনি আবার কাউন্সিলরও। বিধাননগরের তৃণমূল কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ উঠেছে। মারধর করে এক ব্যবসায়ীকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে।
অভিযোগ, বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কিশোর হালদার নামে এক ব্যবসায়ীর থেকে ৫০ লাখ টাকা তোলা দাবি করেন। ব্যবসায়ী তোলা না দিতে পারায় দিনে দুপুরে ব্যবসায়ীকে কাউন্সিলরের অনুগামীরা আগ্নেয়াস্ত্র দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী থানায় গেলেও পুলিশও বিশেষ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। এই বিষয়ে ব্যবসায়ীর অভিযোগ, বিধাননগর পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা তোলা দাবি করেন।
জানা গিয়েছে, ব্যবসায়ী নিজের জমিতে পুরনিগমের বৈধ অনুমতি নিয়ে বহুতল নির্মাণ করছেন। বৈধ অনুমতি থাকা সত্ত্বেও কাউন্সিলরের থেকে টাকা দাবি করেন বলে অভিযোগ। আর শুধু এবারই নয়, এর আগেও ব্যবসায়ীর কাছে টাকা দাবি করেছেন ওই কাউন্সিলর। সেই সময় কাউন্সিলরকে ৩ লাখ টাকাও দেন ওই ব্যবসায়ী। কিন্তু তারপর থেকে টাকার দাবি বাড়তেই থাকে। টাকার দাবিতে কাউন্সিলর নিজে আসেন। এরপর তাঁর অনুগামীরাও এসে টাকা চায়। কিন্তু ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করলে হামলা চালান হয় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় পুলিশের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী। কিন্তু সেখানে পুলিশও তাঁর সহযোগিতার জন্য বিশেষ এগিয়ে আসেন বলেই অভিযোগ। এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কে ভুগছেন ওই ব্যবসায়ী। এদিকে অভিযুক্ত কাউন্সিলরের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি।