বিয়ে বাড়িতে ফটোগ্রাফির কাজ করে বাড়ি ফেরার সময় ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ফটোগ্রাফারের এবং আহত সঙ্গে থাকা আরও এক যুবক। ঘটনাটি ঘটেছে সুতি থানার নিউ বাজিতপুর এলাকায়। মৃত যুবকের নাম মাসুদ আনসারি এবং আহত হয়েছেন ওয়াসিফ আলি। তাদের দুজনেরই বাড়ি ফরাক্কার অর্জুনপুরে। দুর্ঘটনার খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এবং আহত ওয়াসিফ আলিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ আনসারী ফটোগ্রাফির কাজ করত। এদিন সুতি থানার অন্তর্গত একটি বিয়ে বাড়িতে ফটোগ্রাফির কাজ করতে যায়। সে বাড়ি ফেরার পথে নিউ বাজিতপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। তার সঙ্গে ছিল তার বন্ধু ওয়াসিক আলি। পুলিশ এসে তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে স্থানীয় মহিষাইল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে মাসুদ আনসারিকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের বন্ধু দেবাশিস কুন্ডু বলেন, ” মাসুদ আনসারী আরো আসিফ বিয়ে বাড়ি গিয়েছিল। তারপর টোটোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়। আমার এক বন্ধু মারা গিয়েছে আর এক বন্ধুর চিকিৎসা চলছে।” এই ঘটনায় শোকের ছায়া এসেছে পরিবারে।