বিশ্বজিত্ মিত্র: বর্তমানে গোলমাল চলছে বাংলাদেশে। অনেকেই সীমান্তের ওপারে অত্যাচারের শিকার। এরকম পরিস্থিতিতে নদিয়ার ধানতলা থানা এলাকায় ৩ বাংলাদেশি ও তাদের আশ্রয়দাতাদের গ্রেফতার করল ধানতলা থানার পুলিস।
গোপন সূত্রে খবর পেয়ে রাবিবার রাতভর অভিযান চালায় পুলিস। এতেই পুলিসের জালে ৪ জন বাংলাদেশি। এদের মধ্যে এক নাবালক রয়েছে। জানা যাচ্ছে দত্তফুলিয়া সীমান্ত দিয়ে ওই ৪ বাংলাদেশি কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। খবর পেয়েই অভিযান চালায় পুলিস। ওইসব বাংলাদেশিরা পাশাপাশি তাদের আশ্রয় দেওয়ার জন্য আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস।
পুলিস সূত্রে খবর, ধৃত বাংলাদেশির মধ্যে একজন নাবালক। তাদের বাড়ী বাংলাদেশের খুলনা জেলায়। ঘটনায় ৪ পাচারকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পাচারকারীদের মধ্যে ২ জন বনগাঁ ও ৩ জন ধানতলা থানা এলাকার বাসিন্দা। সোমবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা থানার পুলিস। এই ঘটনায় আর কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিস।
সম্প্রতি কলকাতার মারক্যুইস স্ট্রিট থেকে গ্রেফতার করা হয় এক বাংলাদেশিকে। রাজস্থানের বাসিন্দা পরিচয় দিয়ে সেই পাসপোর্ট তৈরি করেছিল। নাম নিয়েছিল রবি শর্মা। ভারতীয় ভুয়ে আধার কার্ড, ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
পুলিসের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মন্ডল ওরফে রবি শর্মা স্বীকার করেছেন তিনি বাংলাদেশের মাদারীপুর জেলার বিএনপি নেতা। বছর দুয়ের আগে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের হাত থেকে প্রাণে বাঁচতে তিনি পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিলেন।