• মদ্যপ চালক! মথুরাপুরে মা-ছেলেকে পিষে দিল ঘাতক গাড়ি
    প্রতিদিন | ১৬ ডিসেম্বর ২০২৪
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: রাস্তার ধারে দুই সন্তানকে নিয়ে দাঁড়িয়েছিলেন মহিলা। আচমকাই একটি এসইউভি গাড়ি প্রবল গতিতে তাঁদের সামনে চলে আসে। নাবালকদের নিয়ে পাশে সরে যাওয়ার সময়টুকু পর্যন্ত পাননি ওই মহিলা। তিনজনকেই ধাক্কা মেরে পালায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই মহিলা। নিহত হয় তাঁর ছেলে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের রামবাটি গোপালনগর এলাকায়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালনগর এলাকাতেই তাঁদের বাড়ি। এদিন বেলা সাড়ে এগারোটার পর মর্জিনা হালদার নামে এক মহিলা তাঁর পাঁচ বছরের ছেলে মোহিতকে সঙ্গে নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন। তাঁদের সঙ্গে আরিয়ান নামে এক আত্মীয়ের ছেলেও ছিল। গাড়ির ধাক্কায় তাঁরা তিনজনেই ছিটকে যান। দ্রুতগতিতে ওই গাড়িটি সেখান থেকে বেরিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জখমদের দ্রুত উদ্ধার করে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁদের পরীক্ষা করে মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। ছয় বছরের আরিয়ানকে হাসপাতালে ভর্তি করানো হয়।

    ওই নাবালকের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার শারীরিক অবস্থাও উদ্বেগজনক বলে খবর। এদিকে, মাধবপুরের কাছে ঘাতক গাড়িটিকে পাওয়া গিয়েছে। ধৃত চালক। সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলে অভিযোগ। 
  • Link to this news (প্রতিদিন)