তৃণমূলে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, রদবদল হতে পারে মন্ত্রিসভাতেও
দৈনিক স্টেটসম্যান | ১৭ ডিসেম্বর ২০২৪
১৫ থেকে ২৩ জানুয়ারির মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের সাংগঠনিক রদবদল হতে পারে। বাংলার শাসকদল সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, বিভিন্ন জেলায় সাংগঠনিক বদল নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তালিকা পেশ করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাংগঠনিক রদবদলের পাশাপাশি ওই একই সময়ে মন্ত্রিসভাতেও বড়সড় বদলের সম্ভাবনা রয়েছে। একাধিক দপ্তর সামলাচ্ছেন এরকম মন্ত্রীদের দপ্তরের সংখ্যা কমানো হতে পারে। পাশাপাশি মন্ত্রিসভায় নতুন মুখও আসতে পারে।
পৌষ সংক্রান্তির পরই তৃণমূলে রদবদলের ঘোষণা করা হবে। দলীয় সূত্রের খবর, একাধিক সাংগঠনিক জেলার জেলা সভাপতি বদল হবেন। ইতিমধ্যেই এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার নবীনদের সংগঠনের কাজে তুলে আনার কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দেওয়া তালিকাতেও নবীনরা প্রাধান্য পাবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু সেই তালিকাতে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দেন কি না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, তৃণমূলে এখনও প্রবীণদের প্রাধান্য রয়েছে। সম্প্রতি দলে শৃঙ্খলারক্ষা কমিটি গড়ার সময়ও প্রবীণদের প্রাধান্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে নবীন-প্রবীণ সমন্বয় রেখে সাংগঠনিক রদবদল হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
শুধু সাংগঠনিক রদবদল নয়, মন্ত্রিসভাতে বড়সড় বদলের সম্ভাবনা রয়েছে। ১৫ থেকে ২৩ জানুয়ারির মধ্যেই এই রদবদল করা হতে পারে। সূত্রের খবর, একাধিক দপ্তর সামলাচ্ছেন, এমন কয়েকজন মন্ত্রীর দপ্তরের সংখ্যা কমানো হতে পারে। পাশাপাশি আনা হতে পারে নতুন মুখ। এই কারণে বর্তমান মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন কেউ কেউ।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সংগঠন ও মন্ত্রিসভায় রদবদলের ক্ষেত্রে মমতা ও অভিষেকের সমন্বয় দেখতে পাওয়া যাবে। একদিকে সংগঠন ও প্রশাসন দুই ক্ষেত্রেই প্রবীণ নেতাদের প্রাধান্য দিতে চান মমতা। অপরদিকে নবীনদের পরিশ্রমী মানসিকতাকে কাজে লাগাতে চান অভিষেক। এই দুই মানসিকতার মিশেলে রদবদল বিশেষ কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।