পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রশান্ত পাণ্ডে ওরফে শিবম (২৫)। তিনি রবীন্দ্র সরণির বাসিন্দা। সোমবার সকাল ১০টা ১৮ মিনিট নাগাদ জোড়াসাঁকো থানায় খবর যায়, বাড়িতে অচৈতন্য হয়ে পড়ে আছেন প্রশান্ত। তাঁর শরীরে পোড়া ক্ষতও রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
যুবকের হাত, পা এবং পেটে পোড়া ক্ষত ছিল বলে খবর। তাঁকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে পাঠায়। যুবককে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, জোড়াসাঁকোর রবীন্দ্র সরণির ওই বাড়িতে গত ২০ বছর ধরে থাকছিলেন যুবক। মাসখানেক আগে তিনি নিউ আলিপুর এলাকার একটি সংস্থায় কাজে যোগ দেন। রবিবার রাতে নিজের জন্মদিন উপলক্ষে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন তিনি। প্রাথমিক ভাবে এই ঘটনায় কোনও চক্রান্তের হদিস মেলেনি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। জন্মদিনের পার্টিতে কারা কারা আমন্ত্রিত ছিলেন, খোঁজ নেওয়া হচ্ছে। পার্টিতে কী ঘটেছিল, কখন এবং কী ভাবে আগুন লাগল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আগুনে পুড়েই তাঁর মৃত্যু হয়েছে কি না, ওই রিপোর্ট থেকে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।