• সুকনার ত্রিশক্তি কোরে বিজয় দিবস পালন
    বর্তমান | ১৭ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রথম থেকেই মুক্তিযোদ্ধাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। শেষের দিকে ৪ ডিসেম্বর থেকে প্রত্যক্ষভাবে পাকিস্থানের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ে ভারতীয় সেনাবাহিনী। স্থল, জল ও আকাশপথে পাকিস্থান আর্মিকে পর্যুদস্ত করে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় নতুন এক দেশ বাংলাদেশ। এই যুদ্ধে বহু ভারতীয় সেনা শহিদ হন। সেই থেকে এই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। সোমবার ভারতীয় সেনাবাহিনীর সুকনা ত্রিশক্তি কোরে বিজয় দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এভিএসএম, ওয়াইএসএম, জিওসি লেফটেন্যান্ট জেনারেল জুবিন এ মিনওয়ালা ত্রিশক্তি কোর ওয়ার মেমোরিয়ালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভারত-পাকিস্তান যুদ্ধে অংশগ্রহণকারী ৮৫ জনেরও বেশি প্রাক্তন সেনা সদস্য ত্রিশক্তি কোর আয়োজিত এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 
  • Link to this news (বর্তমান)