• নিম্নচাপের বাধায় ‘উধাও’ শীত, বঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস
    এই সময় | ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১২ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল কলকাতার তাপমাত্রা। শীতপ্রেমীদের মনে লেগেছিল উত্তুরে হাওয়া। কিন্তু ফের একবার বঙ্গে ঠান্ডার পথে বাধা হয়ে দাঁড়াবে নিম্নচাপ। বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব প্রান্তে তৈরি হয়েছে নিম্নচাপ। আর তা বাধা হয়ে দাঁড়িয়েছে উত্তুরে হাওয়া প্রবেশের পথে। এর প্রভাবেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় রাতের তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত শীতের আমেজ থাকবে। কিন্তু বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা।

    শনিবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা।

    মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম। বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পঙে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। এছাড়া উত্তরবঙ্গের আর কোনও জেলাতেই নতুন করে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই।

    এই নিম্নচাপটির অভিমুখ হতে চলেছে তামিলনাডু উপকূল। ইতিমধ্যেই তামিলনাডুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বড়দিনে কি বঙ্গে ফিরবে শীত? নিম্নচাপের গেরো কাটিয়ে বড় দিনে শীত ফেরার সম্ভাবনা রয়েছে, জানাচ্ছেন আবহবিদরা।

  • Link to this news (এই সময়)