এই সময়: ফোর্থ স্টেজ ক্যান্সার আক্রান্তকে অ্যাম্বুলেন্সে রাতে থানায় আসতে বাধ্য করা এবং তাঁকে প্রায় চার ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ– মামলায় শুনানির জন্য হাইকোর্টে সময় চাইলো রাজ্য। সোমবার রাজ্যের বক্তব্য, লেক থানা থেকে এই ব্যাপারে এ দিন বিকেল পর্যন্ত কোনও রিপোর্ট এসে পৌঁছয়নি হাইকোর্টে। ফলে, মামলাকারীর কৌঁসুলির এই অভিযোগ শোনার পরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য, আজ, মঙ্গলবার এই মামলার শুনানি হবে।
মানবিক মুখ নিয়ে আদালতে আসবে রাজ্য, এটাই আশা করব। যদিও একটি থানা ক্যান্সার–আক্রান্তকে অভিযুক্ত হিসেবে থানায় হাজিরা দিতে বাধ্য করার পরেও তাঁেক আজ, মঙ্গলবার ফের তলব করেছেন সেই তদন্তকারী অফিসার। এই অবস্থায় আদপে পুলিশের মানবিক মুখ কতটা দেখা যাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সম্প্রতি অন্য একটি মামলায় বিচারপতি ঘোষ, এক পুলিশ অফিসারের ঔদ্ধত্য দেখে চরম বিরক্তি প্রকাশ করেন। তাঁর পর্যবেক্ষণ, সমাজে সরকারের তরফে পুলিশ সবচেয়ে বেশি মানুষের কাছে থাকে। তাই মানুষের কাছে পুলিশই সরকারের মুখ। সেই পুলিশ যেমন ব্যবহার করবে, তার প্রভাব পড়বে সরকারের উপরে। এ দিন এই মামলায় আদালত রাজ্যকে সময় দিয়েও মৌখিক ভাবে জানিয়ে দেয়, আজ, মঙ্গলবার শুনানির আগে যেন পুলিশ তার তলবি নোটিস কার্যকরের চেষ্টা না করে।
ফলে বাড়িওয়ালা–ভাড়াটে বিবাদে ঢুকে এক পক্ষের হয়ে অপর পক্ষকে চমকানোর অভিযোগ, থানাতেই খাপ পঞ্চায়েত বসিয়ে মোটা টাকার দাবি সংক্রান্ত অভিযোগ নিয়ে পুলিশ কী ব্যাখ্যা দেয়, তা জানতে উৎসুক ভুক্তভোগী ওই বৃদ্ধ দম্পতি।